জীবন আর স্বপ্নের দূরত্ব

জীবন সব সময় সেই পথে হাঁটে না, যেদিকে স্বপ্ন দৌড়ায়।
স্বপ্নের রঙটা অনেক উজ্জ্বল, কিন্তু জীবনের ছায়া একটু ম্লান।
আমরা প্রতিদিন ভোরে জেগে উঠি কিছু অর্জনের আশায়,
কিন্তু দিনের শেষে বুঝি — স্বপ্ন দেখা যত সহজ,
তা ছোঁয়া তত কঠিন।

জীবন আমাদের শেখায় অপেক্ষা করতে,
স্বপ্ন শেখায় উড়তে —
আর এই দুইয়ের মাঝের ফাঁকটাই হয়তো মানুষ নামের গল্প।
আমরা যেভাবে হারাই, ভাঙি, আবার জোড়া লাগাই —
তাতেই জন্ম নেয় নতুন সাহস।

কখনো মনে হয়, স্বপ্নটা অনেক দূরে;
আসলে তা নয়,
আমরাই হয়তো থেমে গেছি অর্ধেক পথে।
জীবন বলে “ধৈর্য ধরো”,
স্বপ্ন বলে “এগিয়ে চলো”,
আর আমরা মাঝখানে দাঁড়িয়ে শিখি —
হাঁটতে শেখাই সবচেয়ে বড় বিজয়।

তাই যদি স্বপ্ন দূরে থাকে, ভয় পেও না,
হয়তো সেই দূরত্বটাই তোমাকে তৈরি করছে
একজন সফল, শান্ত, ও সত্যিকার তুমি হতে। 🌿

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url